ঢাকা, বুধবার, ২১ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

‘শত ভাস্কর্য ও ম্যুরালে বঙ্গবন্ধু’ অ্যালবাম প্রকাশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২১
‘শত ভাস্কর্য ও ম্যুরালে বঙ্গবন্ধু’ অ্যালবাম প্রকাশ প্রচ্ছদ।

ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী গ্রন্থমালার অংশ হিসেবে ‘শত ভাস্কর্য ও ম্যুরালে বঙ্গবন্ধু’ শীর্ষক আলোকচিত্র অ্যালবাম প্রকাশ করেছে বাংলা একাডেমি।

অ্যালবামটির প্রধান সম্পাদক বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা ও সম্পাদক ড. মুহাম্মদ মোজাম্মেল হক।

সম্পাদনা পর্ষদে রয়েছেন মোবারক হোসেন, ড. তপন বাগচী, কবি সাহেদ মন্তাজ ও ড. কুতুব আজাদ।

 

প্রকাশিত অ্যালবাম হাতে বাংলা একাডেমি মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা ও সংশ্লিষ্টরা।

 

দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে আট জন আলোকচিত্রী প্রায় তিনশতাধিক ভাস্কর্য, টেরাকোটা ও ম্যুরালের আলোকচিত্র সংগ্রহ করেন।

এরা হলেন- ড. মুহাম্মদ মোজাম্মেল হক, মঞ্জুর মোর্সেদ রিকি, অলিদ ইবনে শাহ্, তানজিমুল ইসলাম,  রাতুল ইসলাম, মিনহাজুল আবেদীন রিয়াজ চৌধূরী, সংগীত বিশ্বাস টনি ও তানভীর আহম্মদ সিদ্দিকী।

তিনশতাধিক সংগ্রহের মধ্য থেকে ১০০টি অ্যালবামে অন্তর্ভুক্ত হয়েছে। দেশের দুজন বিশিষ্ট ভাস্কর ও শিল্পী হামিদুজ্জামান খান ও নাসিমুল খবির এসব আলোকচিত্র নির্বাচনে সহযোগিতা করেন।

বাছাইকৃত ভাস্কর্য ও ম্যুরালের আলোকচিত্রের মধ্যে খুলনা বিভাগের ২১টি, চট্টগ্রাম বিভাগের ১২টি, ঢাকা বিভাগের ৪১টি, বরিশাল বিভাগের তিনটি, ময়মনসিংহ বিভাগের পাঁচটি, রংপুর বিভাগের চারটি, রাজশাহী বিভাগের নয়টি, সিলেট বিভাগের একটি এবং  বহির্বিশ্বের ৪টি বিশেষভাবে উল্লেখযোগ্য।

অ্যালবামটির প্রকাশক বাংলা একাডেমির গবেষণা, সংকলন এবং অভিধান ও বিশ্বকোষ বিভাগের পরিচালক মোবারক হোসেন। অ্যালবামের প্রচ্ছদ ও গ্রন্থ নকশা করেছেন পিয়াস রায়। মূল্য রাখা হয়েছে দুই হাজার টাকা।

বাংলাদেশ সময় ১৯৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২১
ডিএন/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।