কুড়িগ্রাম: কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোকছেদ আলী (৫২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ছিনাই ইউনিয়নের মহিধর মিস্ত্রিপাড়া গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
ছিনাই ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোশারফ হোসেন জানান, দুপুর ১২টার দিকে আলী তার নিজ বসতঘরের চালের ওপর জমা গাছের পাতা পরিষ্কার করছিলেন। এ সময় চালের ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারে অসাবধানতাবশত স্পর্শ লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) পবিত্র কুমার রায় বাংলানিউজকে জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২১
এফইএস/এসআরএস