শ্রীপুর, (গাজীপুর): গাজীপুরের শ্রীপুর উপজেলার উত্তর ধনুয়া এলাকায় ইউরো নিট স্পিন লিমিটেড কারখানার নির্মাণাধীন ভবন ধসে পাঁচ জন শ্রমিক আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা জৈনাবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে মাওনা ফায়ার সার্ভিস। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
মাওনা ফায়ার সার্ভিসের ইনচার্জ ইফতেখার আহমেদ রায়হান চৌধুরী বাংলানিউজকে বলেন, একটি কারখানার নির্মাণাধীন ভবন ধসের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করা হয়। তারা স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে কী কারণে ভবনটি ধসে পড়েছে তা তদন্ত সাপেক্ষে জানা যাবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অন্যদিকে, ইউরো নিট স্পিন লিমিটেড কর্তৃপক্ষ এ বিষয়ে সংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হয়নি।
বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২১
এনএসআর