ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

খাবারের খোঁজে হনুমান লোকালয়ে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২১
খাবারের খোঁজে হনুমান লোকালয়ে

বরগুনা: খাবারের খোঁজে লোকালয়ে দেখা মিলছে একটি হনুমানের। খাবার ও নিরাপত্তার জন্য একস্থান থেকে আরেক স্থানে ছুটে চলছে হনুমানটি।

স্থানীয়রা জানান, বরগুনার বেতাগী উপজেলায়  বেশ কিছুদিন ধরে বিভিন্ন স্থানে দেখা মিলছে হনুমানটির। খাবারের সন্ধানে লোকালয়ে আসা হনুমানটির লাফ-ঝাঁপ দেখতে উৎসুক জনতা ভিড় জমালে প্রাণের ভয়ে স্থান পরিবর্তন করছে সে।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) উপজেলা পরিষদের সামনে দেখা যায় হনুমানটি দেয়ালে বসে রয়েছে। তাকে দেখতে উৎসুক জনতা নানা প্রকার খাবার দিচ্ছেন। খিদে পেলে দেওয়াল বা উঁচু স্থান থেকে নিচে নেমে খাবারের সন্ধানে আশপাশে ঘুরে আবারও উঠে যাচ্ছে ওপরে।

পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিল জিয়াউর রহমান জুয়েল জানান, গত ২২ সেপ্টেম্বর হঠাৎ বাজারের বিভিন্ন স্থানে দেখা যায় হনুমানটিকে। তাকে দেখতে উৎসুক জনতা ভিড় করছেন। তবে মানুষের উপস্থিতিতে আতঙ্কিত হয়ে একস্থান থেকে অন্য স্থানে ছুটে চলছে হনুমানটি।

বেতাগী পৌরসভার সিনিয়র অফিস সহকারী তুহিন সিকদার বলেন বুধবার (২৯ সেপ্টেম্বর)  সকালে হনুমানটিকে আমার বাসার ছাদে দেখতে পাই।

বেতাগী পৌর মেয়র গোলাম কবির বাংলানিউজকে বলেন, শহরের বিভিন্ন স্থানে একটি মুখ পোড়া হনুমান ঘুরে বেড়াচ্ছে। সেটি  অন্য কোথাও থেকে দলছুট হয়ে এখানে এসেছে। স্থানীয়রা যাতে হনুমানটির কোনো ক্ষতি না করে সে জন্য আমি সবার প্রতি অনুরোধ জানাচ্ছি। এগুলো আমাদের জাতীয় সম্পদ, তাই এদের রক্ষা করা আমাদের সবার নৈতিক দায়িত্ব।

বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সুহৃদ সালেহীন বলেন, বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বনবিভাগের বেতাগী বিটের ভারপ্রাপ্ত বিট কর্মকর্তা  সুভাষ চন্দ্র রায় বলেন, হনুমান একেক সময়ে একেক স্থানে চলে যায়। একে ধরার কোনো উপায় আমাদের জানা নেই। হনুমানটি নির্দিষ্ট কোনো স্থানে অবস্থান করে না। কখনও নিয়ামতি, কখনও নলসিটি, মহেশপুর অবস্থান করে।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২১
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।