ঢাকা: উপজেলা পরিষদের বাৎসরিক বাজেটের ৩ শতাংশ অর্থ ‘নারী উন্নয়ন ফোরাম’র জন্য বরাদ্দ দেওয়া ও পরিষদের ২৫ শতাংশ প্রকল্প নারী সদস্যদের মাধ্যমে বাস্তবায়নের নির্দেশনা দিয়েছে সরকার।
সম্প্রতি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে।
এতে বলা হয়, স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়িত উপজেলা গভর্ন্যান্স প্রজেক্ট ও ইউনিয়ন পরিষদ গভর্ন্যান্স প্রজেক্টের আওতায় গঠিত ‘নারী উন্নয়ন ফোরাম’-এর জন্য ২০২১-২০১২ অর্থবছর থেকে উপজেলা পরিষদের বাৎসরিক বাজেটের ৩ শতাংশ অর্থ বরাদ্দ দেওয়া ও উপজেলা পরিষদ কর্তৃক গৃহীত প্রকল্পসমূহের ২৫ শতাংশ নারী সদস্যদের মাধ্যমে বাস্তবায়নের জন্য নির্দেশনা দেওয়া হলো। উক্ত অর্থ স্থানীয় সরকার বিভাগ কর্তৃক প্রণীত ‘উপজেলা উন্নয়ন তহবিল ব্যবহার নির্দেশিকা’-এর (৬) অনুচ্ছেদে বর্ণিত উপজেলা বার্ষিক উন্নয়ন কর্মসূচির খাতওয়ারী বিভাজনের বিবিধ খাত থেকে নির্বাহ করতে হবে।
উপজেলা পরিষদ কর্তৃক নারী উন্নয়ন ফোরামের অনুকূলে বরাদ্দকৃত অর্থ দিয়ে নারী উন্নয়ন ফোরাম উপজেলা পরিষদের মাধ্যমে যেসব বিষয়ে প্রকল্প গ্রহণ এবং বাস্তবায়ন করবে তাও পরিপত্রে উল্লেখ করা হয়েছে।
শিক্ষা: স্কুল পড়ুয়া ছাত্রীদের ঝরে পড়ার হার রোধ ও মানসম্পন্ন শিক্ষা নিশ্চিতকরণ, মেধাবী ছাত্রীদের পুরস্কার দেওয়া ইত্যাদি।
কর্মসংস্থান: বেকার যুব নারীদের কর্মসংস্থান বাড়াতে বিভিন্ন প্রশিক্ষণ আয়োজন ও প্রশিক্ষণ প্রদানকারী সংস্থাসমূহের সঙ্গে সংযোগ স্থাপন।
সাংস্কৃতিক: মেয়েদের সাংস্কৃতিক উন্নয়নে সুযোগ সৃষ্টি, খেলাধুলা ও প্রতিযোগিতার আয়োজন ইত্যাদি।
সচেতনতামূলক: জেন্ডার সমতা ও মানবাধিকার বিষয়ক দিবস উদযাপন, নারীর ক্ষমতায়ন কর্মসূচিতে পুরুষদের সম্পৃক্তকরণ, নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণে উদ্বুদ্ধকরণ, নারীর প্রতি বৈষম্যমূলক আচরণ নির্মূলে কর্মসূচি গ্রহণ, প্রাকৃতিক দুর্যোগে সচেতনতা ও ঝুঁকি হ্রাসে কর্মসূচি গ্রহণ, নারী ও শিশু পাচার বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ ইত্যাদি।
অন্যান্য: বিধবা, স্বামী পরিত্যক্তা, তালাকপ্রাপ্তা ও অসহায় নারীদের উন্নয়নে কর্মসূচি গ্রহণ, নারী উন্নয়ন ফোরামের নিয়মিত সভা আয়োজন ও অন্যান্য ব্যয় নির্বাহ ইত্যাদি।
পরিপত্রে বলা হয়, উল্লিখিত বরাদ্দ দ্বারা সংশ্লিষ্ট উপজেলার নারী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে ব্যয় করা হবে। প্রকল্প প্রস্তাবনা নারী উন্নয়ন ফোরামের সভার মাধ্যমে আলোচনাপূর্বক উপজেলা পরিষদের সংশ্লিষ্ট কমিটিতে পাঠাতে হবে, যা পরবর্তীতে প্রকল্প যাচাই-বাছাই ও অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করে উপজেলা পরিষদের মাসিক সভায় আলোচনাপূর্বক অনুমোদিত হবে। উপজেলা পরিষদের অন্যান্য প্রকল্পের মতো এ প্রকল্পসমূহ অনুমোদিত হবে।
উপ-সচিব মোহাম্মদ সামছুল হক স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়, এ সংক্রান্ত ২০১৫ সালের ৩১ মে পরিপত্রটি বাতিল করা হলো এবং এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২১
এমআইএইচ/আরবি