ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পোস্টিংয়ের হালনাগাদ তথ্য নেই, কাজে ব্যাঘাত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২১
পোস্টিংয়ের হালনাগাদ তথ্য নেই, কাজে ব্যাঘাত

ঢাকা: সরকারি কর্মকর্তাদের পোস্টিং সংক্রান্ত তথ্য হালনাগাদ না থাকায় সরকারি কার্যক্রম সম্পাদনে ব্যাঘাত ঘটছে জানিয়ে এ বিষয়ে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের চিঠি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এজন্য বিসিএস (প্রশাসন) ক্যাডার এবং অন্যান্য ক্যাডার থেকে আসা উপসচিব ও এর উপরের পর্যায়ের কর্মকর্তাদের পদায়ন সংক্রান্ত তথ্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের পিএমআইএস (পারসোনাল ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম) ডাটাবেজে পাঠাতে চিঠি দেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের লোকপ্রশাসন কম্পিউটার কেন্দ্র (পিএসিসি) থেকে সম্প্রতি এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব, সব মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব/সচিব, বিভাগীয় কমিশনারসহ সংশ্লিষ্টদের কাছে এ চিঠি পাঠানো হয়।

চিঠিতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের লোকপ্রশাসন কম্পিউটার কেন্দ্র বিসিএস (প্রশাসন) ক্যাডারভুক্ত সব কর্মকর্তা এবং উপসচিব ও এর উপরের পর্যায়ের অন্যান্য ক্যাডার কর্মকর্তাদের চাকরি সংক্রান্ত যাবতীয় তথ্যাবলি পিএমআইএসের ডাটাবেজে সংরক্ষণ করা হয়। কর্মী ব্যবস্থাপনার ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া প্রক্রিয়ায় এই তথ্য ব্যবহার করা হয়ে থাকে। পিএমআইএস ডাটাবেজে সংরক্ষিত তথ্যাবলি পর্যালোচনা করে দেখা যায় যে, অনেক কর্মকর্তার পোস্টিং সংক্রান্ত তথ্য হালনাগাদ না থাকায় সরকারি কার্যক্রম সম্পাদনে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।

কর্মকর্তাদের যোগদানপত্রের পৃষ্ঠাংকন, অব্যাহতিপত্র পিএসিসিতে যথাসময়ে প্রেরণ না করার ফলে সংশ্লিষ্ট কর্মকর্তার বদলি/পদায়নকৃত পদ, সঠিক যোগদানের তারিখ ও পূর্ব পদের অব্যাহতির তারিখ এন্ট্রি করা সম্ভব হয় না।

‘এ কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাহিদামতো কর্মকর্তাদের বিভিন্ন পদে দায়িত্ব পালনের মেয়াদ সঠিকভাবে সরবরাহ করা যাচ্ছে না। এই প্রেক্ষাপটে বিসিএস (প্রশাসন) ক্যাডারের সব কর্মকর্তা এবং উপসচিব ও এর উপরের অন্যান্য ক্যাডার কর্মকর্তাদের তাদের বদলি করা পদে যোগদান পত্রের পৃষ্ঠাংকন কপি এবং আগের কর্মস্থল থেকে অব্যাহতি পত্রের অনুলিপি পিডিএসে (পারসোনাল ডাটা সিট) হালনাগাদের স্বার্থে তাৎক্ষণিকভাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের লোকপ্রশাসন কম্পিউটার কেন্দ্রের সিনিয়র সিস্টেম এনালিস্টের কাছে পাঠানোর বিষয়টি নিশ্চিত করার জন্য অনুরোধ করা হলো। ’

এসব তথ্য [email protected] মেইলে পাঠাতে হবে বলেও জানানো হয় চিঠিতে।

পিডিএসে তথ্য হালনাগাদ রাখা একটি চলমান প্রক্রিয়া। তথ্য হালনাগাদ কিংবা ভুল তথ্য দিলে এর দায়ভার সংশ্লিষ্ট কর্মকর্তার উপরই বর্তায় বিধায় সব কর্মকর্তাদের স্ব-উদ্যোগে তথ্যাদি হালনাগাদ রাখার জন্য চিঠিতে অনুরোধ জানানো হয়।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২১
এমআইএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।