গাইবান্ধা: গাইবান্ধার সাঘাটা উপজেলায় যমুনা নদীতে প্রতি বছরের মতো এবারো দু’দিনের নবম বর্ষ নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার হলদিয়া ইউনিয়নের চিনির পটল এলাকায় সমাপনী বাইচ অনুষ্ঠিত হয়।
নৌকাবাইচে বিভিন্ন জেলা থেকে ২০টি নৌকা অংশ নেয়। বাইচ দেখার জন্য যমুনা নদীর তীরে এবং নদীতে অসংখ্য শ্যালো নৌকা নিয়ে সব বয়সী অন্তত ১০ সহস্রাধিক মানুষ ভিড় ছিল।
বাইচ পরিচালনা কমিটির উদ্যোগে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. জাহাঙ্গীর কবির, সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান, গাইবান্ধা জেলা পরিষদ সদস্য সাখাওয়াাত হোসেন, সোলার জোন বাংলাদেশের নির্বাহী পরিচালক মো. বেলাল হোসেন, সাংবাদিক আবু তাহের, জয়নাল আবেদীন, জাকির হোসেন প্রমুখ।
শেষে অতিথিরা প্রথম বিজয়ীকে একটি মোটরসাইকেল, দ্বিতীয় বিজয়ীকে একটি ফ্রিজ এবং তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বিজয়ীর হাতে একটি করে এলইডি কালার টেলিভিশন পুরস্কার তুলে দেন।
এর আগে বুধবার (২৯ সেপ্টেম্বর) নৌকা বাইচের উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান সরকার আতা।
বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২১
এসআরএস