কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দী এলাকা থেকে অস্ত্র-গুলিসহ মন্টু ওরফে মিঠুন নামে এক জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০।
র্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার (২৯ সেপ্টেম্বর) দিনগত রাতে কেরানীগঞ্জের কালিন্দি গেট ব্রিজ এলাকা থেকে গুলি ভর্তি একটি ওয়ান শুটারগানসহ মন্টু ওরফে মিঠুনকে আটক করা হয়।
তার বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় ডাকাতি, হত্যা, মারধর, অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাঁচটি মামলা রয়েছে। মন্টুর নামে সংশ্লিষ্ট থানায় নতুন আরও একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২১
এসআরএস