ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

ধামাকার সিইওসহ দুজনের দুদিন রিমান্ড মঞ্জুর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৩ ঘণ্টা, অক্টোবর ১, ২০২১
ধামাকার সিইওসহ দুজনের দুদিন রিমান্ড মঞ্জুর

গাজীপুর: ধামাকার সিইও মো. সিরাজুল ইসলাম রানা ও সিস্টেম ক্যাটাগারি হেড ইমতিয়াজ হাসান সবুজের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুর আদালতের নির্বাহী হাকিম মো. ইকবাল হোসেন তাদের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

টাকা নিয়ে পণ্য সরবরাহ না করায়, প্রতারণা মামলায় র্যাব-১ তাদের গ্রেফতার করে।  
গ্রেফতার অপর ভাইস প্রেসিডেন্ট ইব্রাহিম স্বপন ওরফে মিথুন খানকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানান, গত ২৩ সেপ্টেম্বর গাজীপুরের টঙ্গীর এক ব্যবসায়ী বাদী হয়ে প্রতারণার অভিযোগে ধামাকার চেয়ারম্যান ও পরিচালকসহ ১১ জনের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় মামলা করে। মামলার প্রেক্ষিতে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩জনকে গ্রেপ্তার করে র্যাব। পরে বুধবার বিকেলে গ্রেপ্তারকৃতদের টঙ্গী থানায় হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে তাদের আদালতে নেয়া হয়। এসময়  পুলিশ গ্রেপ্তারকৃতদের ৭দিনের রিমান্ড চাইলে, আদালত ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

বাংলাদেশ সময়: ০১৩২, অক্টোবর ০১, ২০২১ 
আরএস/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।