নড়াইল: নড়াইলে বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এস.এম সুলতানের সংগ্রহ শালা পরিদর্শন করেছেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহাবুব আলী এমপি।
এসময় নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা, বেসামরিক বিমান ও পর্যটন সচিব মো. মোকাম্মেল হোসেন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জাবেদ আহমেদ, জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আশিকুর রহমান মিকুসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এসময় অতিথিরা নড়াইলে বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এস.এম সুলতানের ৯৭তম জন্মবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী জাতীয় ও স্থনীয় পর্যায়ে আর্ট ক্যাম্প ও প্রদর্শনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের ক্রেস্ট তুলে দেন।
শুক্রবার (০১ অক্টোবর) এস.এম সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়ের আয়োজনে এবং জেলা প্রশাসনের পৃষ্ঠপোষকতায় আর্ট ক্যাম্প ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
এর আগে, নড়াইলে ‘বিশ্ব পর্যটন দিবস এস.এম সুলতান নৌকা বাইচ’ প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রদান অতিথি হিসেবে উপস্থিত হওয়ার জন্য শনিবার সকালে নড়াইলে পৌঁছান প্রতিমন্ত্রী। শনিবার (০২ অক্টোবর) দুপুর ২টায় চিত্রা নদীর শেখ রাসেল সেতু থেকে এস এম সুলতান সেতু পর্যন্তু নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। নৌকাবাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করবেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহাবুব আলী এমপি।
বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, অক্টোবর ০২, ২০২১
এনটি