ঢাকা, বুধবার, ২৭ ফাল্গুন ১৪৩১, ১২ মার্চ ২০২৫, ১১ রমজান ১৪৪৬

জাতীয়

পূজা উপলক্ষে ফরিদপুরে দুস্থদের মধ্যে বস্ত্র-চাল সহায়তা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২১
পূজা উপলক্ষে ফরিদপুরে দুস্থদের মধ্যে বস্ত্র-চাল সহায়তা দুস্থ পরিবারের মধ্যে বস্ত্র ও চাল সহায়তা

ফরিদপুর: দুর্গাপূজা উপলক্ষে ফরিদপুর সদর উপজেলায় দুস্থ ও অসহায় এক হাজার পরিবারের মধ্যে বস্ত্র ও চাল সহায়তা দেওয়া হয়েছে।  

সোমবার (১১ অক্টোবর) বিকেলে উপজেলার নন্দালপাড়া এলাকায় আনুষ্ঠানিকভাবে তাদের হাতে এ সহায়তা তুলে দেওয়া হয়।

 

এর আগে অনুষ্ঠানের উদ্বোধন করেন ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস।  দুস্থদের মধ্যে বস্ত্র-চাল সহায়তা অনুষ্ঠানটির আয়োজন করেন নন্দালয়পাড়ার কর্মবীর বিশ্বজিৎ সাহা তনু ও তার ভাই ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বিধান সাহা।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের ফরিদপুর জেলা শাখার সভাপতি ড. যশোদা জীবন দেবনাথ (সিআইপি), নন্দালয়ের কর্মবীর বিশ্বজিৎ সাহা তনু, ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিধান সাহা, মহিলা কাউন্সিলর নাজনীন আক্তার প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।