ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকায় প্রতিবন্ধী যুবক মো. মোকারম হোসেনের (২৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ ।
মঙ্গলবার (১২ অক্টোবর) সকালে একটি পরিত্যক্ত বাড়ি থেকে ঝুলন্ত অবস্থা তার মরদেহ উদ্ধার করা হয়।
মোকারম ভরাডোবা গ্রামের আতিকুল ইসলামের ছেলে।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওই রিপোর্ট পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২১
এনএইচআর