হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুর উপজেলার মানিকপুর এলাকায় দুইটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনা ঘটেছে। এ ঘটনায় ট্রাকচালক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৬ অক্টোবর) ভোরের দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত চালক দু’জনের নাম-পরিচয় পাওয়া যায়নি।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈনুল ইসলাম খোয়াইকে বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।
তিনি জানান, ভোরের দিকে সিলেট থেকে ঢাকাগামী পাথর বোঝাই একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরেকটি খালি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই উভয় ট্রাকচালক নিহত হন। খবর পেয়ে ঘটনাস্থল থেক মরদেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ভোরে সড়কটি কুয়াশায় আচ্ছন্ন থাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারনা করা হচ্ছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২১
এসআরএস