কুমিল্লা: কুমিল্লার নাঙ্গলকোটে জবা বেগম (৭৫) নামে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে।
সোমবার (২৫ অক্টোবর) রাতে উপজেলার চান্দলা ইউনিউনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি পাঁচ ছেলে ও তিন মেয়ের জননী। চার ছেলে দেশের বাইরে থাকেন ও এক ছেলে চট্টগ্রামে পরিবার নিয়ে থাকেন। চার মেয়ে থাকেন শ্বশুর বাড়িতে। জবা বেগম বাড়িতে একাই থাকতেন। মঙ্গলবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ঘরে ঢুকে তাকে গলা কেটে হত্যা করে। সকালে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
নাঙ্গলকোট থানার ওসি মোহাম্মদ রকিবুল ইসলাম বাংলানিউজকে বলেন, ধারণা করা হচ্ছে কেউ চুরি করার উদ্দেশ্যে ঘরে ঢুকে। পরে আলমারির চাবি নিয়ে ধস্তাধস্তি করার এক পর্যায়ে জবা বেগমকে ছুরি দিয়ে গলায় আঘাত করা হয়। তার গলায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২১
জেডএ