ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ভাই-ভাতিজার হাতে ব্যবসায়ীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২১
ভাই-ভাতিজার হাতে ব্যবসায়ীর মৃত্যু

ময়মনসিংহ: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় চাচাতো ভাই ও ভাতিজার কিল-ঘুষিতে মো. মহরম আলী (৪২) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৬ অক্টোবর) সকালে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের এ তথ‍্য নিশ্চিত করেছেন।

নিহত আলী একই উপজেলার কামারিয়া ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত ঊশন আলীর ছেলে। তিনি পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন।

আটক ব্যক্তি হলেন- মো. আবুল হাসিম (৬০)।

ওসি আবুল খায়ের জানান, মহরম আলী তার চাচাতো ভাই ওমর ফারুক ও ভাতিজা আবু বকরের সঙ্গে যৌথভাবে প্রায় এক কিলোমিটার দূর থেকে বাড়িতে বিদ্যুৎ সংযোগ নেন। সোমবার (২৬ অক্টোবর) সন্ধ‍্যায় নতুন তারে বিদ্যুৎ সংযোগ নেওয়ার জন্য পুরাতন তার খুলে ভাগাভাগি করতে গিয়ে কথা কাটাকাটি হয় তাদের। এরই একপর্যায়ে আলীকে কিল-ঘুষি মারতে শুরু করে ফারুক ও বকর। এতে ঘটনাস্থলেই আলীর মৃত্যু হয়। খবর পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় নিহতের স্ত্রী শিরিন আক্তার বাদী হয়ে থানায় একটি হত‍্যা মামলা দায়ের করেছেন। ওই মামলায় ছয়জনকে আসামি করা হয়েছে।

এর মধ‍্যে আবুল হাসিম নামে এক আসামিকে আটক করা হয়েছে। দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।