ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় চত্ত্বর থেকে এক মেয়ে নবজাতকের কাপড়ে মোড়ানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই নবজাতকের আনুমানিক বয়স ১দিন।
মঙ্গলবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
শাহবাগ থানার উপ পরিদর্শক (এসআই) জাফর বাংলানিউজকে জানান, ঢাবির গণিত ভবনের বন্ধ গেটের সামনে নবজাতকটির মরদেহ পড়ে থাকতে দেখে ৯৯৯-এ ফোন দিয়ে থানায় জানান স্থানীয়রা। পরে সেখান থেকে নবজাতকটিকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে মৃত অবস্থায় কেউ তাকে ফেলে গেছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২১
এজেডএস/জেডএ