ফরিদপুর: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফরিদপুরের সালথা উপজেলার খারদিয়া গ্রামে সংঘর্ষে নিহত হওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। নিহত মারিছ শিকদারের মা শাহানারা বেগম বাদী হয়ে সোমবার (২৫ অক্টোবর) দিনগত রাতে সালথা থানায় মামলাটি দায়ের করেন।
মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা (এসআই) মো. হান্নান মিয়া বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে, সালথা থানায় পুলিশ বাদী মামলা দায়ের হয়। এ মামলায় ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসিকুজ্জামান বাংলানিউজকে বলেন, পুলিশ বাদী মামলা এখন পর্যন্ত ১৬ জনকে আটক করা হয়েছে। অন্যদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে। এছাড়া পরিস্থিতি স্বাভাবিক রাখতে খারদিয়া গ্রামে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শনিবার (২৩ অক্টোবর) বিকেলে সালথার খারদিয়া গ্রামে স্থানীয় টুকু ঠাকুর ও রফিক মোল্যা গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সংঘর্ষে মারিছ শিকদার
নিহত হন। এ ঘটনার পর পরই বাড়ি-ঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়।
আরও পড়ুন...
** সালথায় সংঘর্ষে নিহত ১, ভাঙচুর-লুটপাট
** সালথায় সংঘর্ষের ঘটনায় গ্রেফতার ১৬
বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২১
এসআরএস