ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বরগুনায় মোটরসাইকেল চাপায় আহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২১
বরগুনায় মোটরসাইকেল চাপায় আহত ৩

বরগুনা: বরগুনা সদর উপজেলার একটি মোটরসাইকেল চাপা পড়ে বৃদ্ধসহ তিনজন আহত আহত হয়েছেন।

সোমবার (২৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার উকিলপট্টি প্রধান সড়কে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী লিটন বাংলানিউজকে বলেন, সন্ধ্যায় একজন বৃদ্ধ লোকটি রাস্তার বিপরীত দিক থেকে এ্যাডভোকেট শফিকুল ইসলাম মজিদের অফিসের দিকে আসছিলেন। এসময় বেপরোয়া গতিতে চালিয়ে আসা একটি মোটরসাইকেল বৃদ্ধ লোকটিকে চাপা দিয়ে পাশে দাঁড়িয়ে থাকা আরেকজনের পায়ের ওপরে পড়ে। এতে তাৎক্ষণিক বৃদ্ধ লোকটি অজ্ঞান হয়ে রাস্তায় পরে পা ভেঙে যায়। এ ঘটনায় চালক মোটরসাইকেল রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

আহতরা হলেন- আমতলার পার এলাকার স্বপন কর্মকারের ছেলে উত্ত্ম কর্মকার (২৪) অপরজন হলেন তালতলীর আমখোলা গ্রামের আনসান আলীর ছেলে সাহেব আলী (৭০)।

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে.এম. তারিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে সিসিটিভির ফুটেজ এবং মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ বিষয়ে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।