ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে জাল টাকাসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২১
বাগেরহাটে জাল টাকাসহ আটক ১

বাগেরহাট: বাগেরহাটে সদর উপজেলায় জাল টাকাসহ জাল নোট তৈরি ও ক্রয়-বিক্রয় চক্রের সদস্য মো. ইব্রাহিম মোল্লা (২২) নামে একজনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (২৬ অক্টোবর) সকালে র‌্যাব-৬ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. বজলুর রশীদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


এতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৫ অক্টোবর) গভীর রাতে খানজাহান আলীর মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।  
এ সময় মো. ইব্রাহিম মোল্লার কাছ থেকে ১০০টি  ১ হাজার টাকার জাল নোট, ৩টি সীম কার্ড, ২টি মুঠোফোন ও নগদ ১ হাজার ৩০৫ টাকা জব্দ করে র‌্যাব-৬ এর সদস্যরা।

আটক মো. ইব্রাহিম মোল্লা বাগেরহাট সদর উপজেলার কুলিয়াদাড় গ্রামের বিল্লাল মোল্লার ছেলে। আটক ইব্রাহীমের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক বাগেরহাট মডেল থানায় সোপর্দের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।