বগুড়া: বগুড়ার কাহালু উপজেলায় সড়কের পাশ থেকে নজরুল ইসলাম দুখু (২৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে নারহট্ট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত নজরুল বগুড়া কাহালু উপজেলার নারহট্ট এলাকার নাসির উদ্দীনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন নজরুল ইসলাম দুখু। মঙ্গলবার ভোর ৪টার দিকে নজরুলকে কয়েকজন মানুষ মহাসড়কের মাঝখানে বসে জিকির করতে দেখেছিলেন। মরদেহের মাথায় আঘাতের চিহ্ন দেখে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে কোনো যানবাহনের ধাক্কায় তার মৃত্যু হতে পারে।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমবার হোসেন জানান, মরদেহটি উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২১
এমআরএ