ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

জামালপুরে স্কুলছাত্রী ধর্ষণ, আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২১
জামালপুরে স্কুলছাত্রী ধর্ষণ, আটক ১

জামালপুর: জামালপুরের দেওয়ানগঞ্জে রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী (১৫) ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষণে সহযোগিতা করায় ফয়সাল (২৫) নামে এক যুবককে আটক করেছেন পুলিশ।

মঙ্গলবার (২৬ অক্টোবর) সকালে তাকে জেলে পাঠানো হয়েছে।

আটক ফয়সাল পৌরশহরের বানিয়ানিরচর পশ্চিমপাড়া গ্রামের ভুট্টু মিয়ার ছেলে।

এদিকে ধর্ষক সম্রাট নিজ বাড়ি ছেলে পালিয়েছেন। তিনি বানিয়ানিরচর এলাকার নদী মন্সীর ছেলে।

স্থানীয়রা জানায়, সম্রাট জরুরী কাজের কথা বলে ওই শিক্ষার্থীকে নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। পরে ওই শিক্ষার্থীর চিৎকারে শুনে এলাকাবাসী ঘটনাস্থল থেকে শিক্ষার্থীকে উদ্ধার করে। এ ঘটনায় সম্রাট পালিয়ে গেলেও ফয়সালকে আটক করে স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে ফয়সালকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

এ ঘটনায় শিক্ষার্থীর পিতা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর সত্যতা নিশ্চিত করে জানান, আসামি মঙ্গলবার সকালে জামালপুর আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।