ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

মেঘনায় ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ

ছোটন সাহা, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২১
মেঘনায় ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ

ভোলা: ২২ দিন পর নদীতে ইলিশ শিকারে নেমেছেন ভোলার জেলেরা। মেঘনায় প্রথম দিনেই জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ।

এতে সরগরম হয়ে উঠেছে মাছের আড়ৎ। ইলিশ কেনাবেচার ধুম পড়ে গেছে ঘাটগুলোতে। ইলিশ প্যাকেটজাত ও বরফ দিয়ে সংরক্ষণ কাজে ব্যস্ত সময় পার করছেন মৎস্যজীবীরা। কেউ আবার মোকামে পাঠানোর কাজে ব্যস্ত।  

জেলার বিভিন্ন ঘাট থেকে শত শত ঝুড়ি মাছ পাঠানো হচ্ছে ঢাকা ও বরিশালের মোকামে।

জেলেরা জানালেন, এ মৌসুমে কাঙ্ক্ষিত পরিমাণ ইলিশ না পেলেও নিষেধাজ্ঞা শেষে প্রথম দিনেই ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে। জেলেদের আহরণকৃত মাছ চলে যাচ্ছে মোকামে। ইলিশের সরবরাহ বেড়ে যাওয়ায় হাসি ফুটেছে জেলেদের মুখে। তারা সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াতে পারবেন বলে আশাবাদী।

তুলাতলী ঘাটের আড়তদার মনজুর আলম বলেন, প্রথম দিন জেলেদের জালে বেশ ইলিশ ধরা পড়ছে। মঙ্গলবার (২৬ অক্টোবর) এ ঘাট থেকে ১০ লাখ টাকার ইলিশ কেনাবেচা হয়েছে। এসব মাছের চালান মোকামে পাঠানো হয়েছে। আজ মৌসুমের সর্বোচ্চ চালান পাঠানো হলো।

তুলাতলীর জেলে বশির মাঝি বলেন, রাতে মাছ শিকারে গিয়ে ৭ হালি মাছ পেয়েছি, সকালে তা ৮ হাজার টাকায় বিক্রি হয়েছে। এভাবে মাছ ধরা পড়লে আমাদের সংকট থাকবে না।

ইলিশা ঘাটের আড়তদার মো. সামসুদ্দিন বলেন, এতোদিন ইলিশ ধরা বন্ধ ছিলো, সোমবার মধ্যরাত থেকে জেলেরা নদীতে নেমে খুশি। তারা কাঙ্ক্ষিত পরিমাণ ইলিশ পেয়ে আনন্দিত। আজ সকালে এ ঘাট থেকে তিন/চার লাখ টাকার ইলিশ মোকামে পাঠানো হয়েছে।

ভোলা জেলে সমিতির সভাপতি এরশাদ ফরাজি বলেন, তুলনামূলক বেশি মাছ পাচ্ছেন জেলেরা, আগামী দিনে আরও বেশি মাছ ধরা পড়লে জেলেরা ঘুরে দাঁড়াতে পারবেন।

জেলা মৎস্য কর্মকর্তা এসএম আজহারুল ইসলাম বলেন, প্রথম দিন জেলেরা ভালো মাছ পেয়েছে বলে জানতে পেরেছি। এতে তারা খুশি। অভিযান সফল হওয়ায় নদীতে ইলিশের উৎপাদন বেড়েছে।

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে গত ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর মধ্য রাত পর্যন্ত ২২ দিন ইলিশ শিকার বন্ধ ছিল।
বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।