নোয়াখালী: ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল চত্বরে অটোরিকশা রাখতে বাধা দেওয়ায় দায়িত্বরত দুই আনসার সদস্যকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালের প্রধান গেটের সামনে জনসম্মুখে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন- লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার সিদ্দিক উল্যার ছেলে মিল্লাত হোসেন ও ফরিদপুর জেলার দানোয়া গ্রামের রুস্তম বেপারীর ছেলে মো. মনসুর। তাদের মধ্যে মিল্লাতের অবস্থা আশঙ্কাজনক।
এ ঘটনার প্রতিবাদে হাসপাতাল প্রাঙ্গণে কর্মবিরতি দিয়ে বিক্ষোভ করেছেন চতুর্থ শ্রেণির কর্মকর্তা-কর্মচারীরা।
হাসপাতাল কর্তৃপক্ষ জানান, জেনারেল হাসপাতালের প্রধান গেটসহ যেখানে সেখানে সিএনজি/ব্যাটারি চালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন ঢুকে পড়ে। এতে হাসপাতালের সৌন্দর্য্য নষ্ট হয়। সেবাদানেও বেগ পেতে হয়। ফলে আনসার সদস্যরা এসব যানবাহন ভেতরে ঢুকতে দেন না। মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে কয়েকজন দুর্বৃত্ত হাসপাতালের গেট দিয়ে অটোরিকশা ভেতরে ঢোকানোর চেষ্টা করলে কর্মরত দুই আনসার বাধা দেন। এর কিছুক্ষণ পর দুর্বৃত্তরা আনসারদের ওপর হামলা চালিয়ে তাদের দু’জনকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে জখম করে পালিয়ে যান।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. হেলাল উদ্দিন জানান, আহত আনসার সদস্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হবে। তাদের দু’জনের পেটে অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপরাধীদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২১
এসআই