ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২১
সিরাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে রেজাউল করিম (৩৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার নলকা ইউনিয়নের এরান্দহ উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রেজাউল ওই গ্রামের মৃত মজিবার খাঁর ছেলে।

নলকা ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ড সদস্য (মেম্বর) শাহ আলম এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, সকালে বাড়ির পাশের একটি গাছে উঠে ডাল কাটছিলেন রেজাউল। এ সময় গাছের ডাল ভেঙ্গে বৈদ্যুতিক তারের ওপর পরে যান তিনি। এতে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান রেজাউল।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।