ঢাকা: রাজধানীর লালবাগে তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে নাসরিন আক্তার (৪৫) নামে এক গৃহবধু মারা গেছেন।
মঙ্গলবার (২৬ অক্টোবর) বিকেলে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মৃত নাসরিন আক্তারের স্বামী মো. জাফর জানান, লালবাগ কেল্লার পাশে তাদের তিনতলা বাড়ি। তারা তিনতলাতেই থাকেন। ঘটনার আগে তিনি এবং তার স্ত্রী শুয়ে ছিলেন। হঠাৎ শোরগোল শুনে বাইরে গিয়ে দেখেন তার স্ত্রী বাড়ির নিচতলায় পড়ে রয়েছেন। আশপাশের লোকজন জানিয়েছেন, নাসরিন ওপর থেকে লাফিয়ে পড়েন। পরে হাসপাতালে নিয়ে গেলে তিনি মারা যান।
জাফর জানান, ১৯ বছরের সংসার হলেও তাদের কোনো সন্তান ছিল না। বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন নাসরিন। ছয় মাস আগে তার করোনা ধরা পড়ে। তিনি মানসিকভাবে বিকারগ্রস্থ ছিলেন। এজন্য চিকিৎসাও চলছিল। স্ত্রী বিভিন্ন সময় আত্মহত্যার কথা বলতেন বলে জানান জাফর।
তবে নাসরিনের ভাই মো. জাবেদ অভিযোগ করে বলেন, আমার বোন অসুস্থ ছিল। বিয়ে হলেও ছেলেমেয়ে ছিল না। তাই মানসিকভাবে ভেঙে পড়েছিল। কিন্তু আমার বোন আত্মহত্যা করতে পারে না। বিষয়টি রহস্যজনক।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই গৃহবধুর মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি লালবাগ থানায় অবহিত করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২১
এজেডএস/এনএসআর