ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

এসপিকে ডিআইজি পরিচয়ে তদবির, প্রতারক আটক 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২১
এসপিকে ডিআইজি পরিচয়ে তদবির, প্রতারক আটক 

ময়মনসিংহ: ময়মনসিংহ জেলা পুলিশ সুপারকে ডিআইজি পরিচয়ে ফোন করে পুলিশের চাকরির জন্য তদবির করা আরও এক প্রতারককে আটক করেছে পুলিশ।  

ওই প্রতারকের নাম কামরুল হাসান (৪৫)।

 সে ফুলপুর উপজেলার বাঁশাটি গ্রামের মৃত গোলাম রব্বানীর ছেলে।  

বুধবার (২৭ অক্টোবর) দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি জানান, মঙ্গলবার (২৬ অক্টোবর) রাতে ভালুকা থেকে প্রতারক কামরুলকে গ্রেফতার করা হয়।  

ওসি সফিকুল ইসলাম বলেন, সম্প্রতি পুলিশ কনস্টেবল পদে নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে সারা দেশে। একটি প্রতারকচক্র চাকরি পাইয়ে দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে। শুধু তাই নয়, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিচয় দিয়ে পুলিশ সুপার স্যারকে ফোন দিয়ে তাদেরকে চাকরি দেওয়ার জন্য তদবিরও করছে।  

তিনি আরও বলেন, সোমবার এমন একটি চক্রের তিনজনকে আটকের পর ডিআইজি পরিচয় দেওয়া আরও এক প্রতারককে মঙ্গলবার রাতে আটক করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, অক্টোবর ২৭,২০২১
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।