ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় ৪৪ অসুস্থ শ্রমিক পেল ১৫ লাখ টাকা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২১
খুলনায় ৪৪ অসুস্থ শ্রমিক পেল ১৫ লাখ টাকা

খুলনা: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের শ্রমিক কল্যাণ তহবিল থেকে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার ৪৪ জন অসুস্থ শ্রমিকের চিকিৎসায় এবং তাদের মেধাবী সন্তানের উচ্চ শিক্ষায় ১৫ লাখ ৪০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

বুধবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ চেক বিতরণ করেন জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার।

খুলনা জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

চেক বিতরণকালে জেলা প্রশাসক বলেন, সরকার শ্রমিকদের কল্যাণে বিভিন্ন সহায়তা দিয়ে যাচ্ছে। শিল্পের উন্নয়নে শ্রমিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। দেশের উৎপাদন, উন্নয়ন ও সামগ্রিক অগ্রগতিতে শ্রমজীবী মানুষের অবদান গুরুত্বপূর্ণ।

চেক বিতরণকালে আরও উপস্থিত ছিলেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইউসুপ আলী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পুলক কুমার মণ্ডল, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (স্বাস্থ্য) ডা. মো. সোয়াইব হোসেন প্রমুখ।  

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২১
এমআরএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।