ঢাকা: অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে রাজবাড়ী জেলার মা ও শিশু কল্যাণ কেন্দ্রের অ্যাম্বুলেন্স চালক রফিকুল ইসলামের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন করেছে দুনীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (২৭ অক্টোবর) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।
তদন্তকারী কর্মকর্তার দাখিল করা সাক্ষ্য-স্মারক ও সংশ্লিষ্ট অন্যান্য রেকর্ডপত্র পর্যালোচনা করে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ৩২ ধারা এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭ এর বিধি ১৫ এর উপ-বিধি (১) এ প্রদত্ত ক্ষমতাবলে রাজবাড়ী মা ও শিশু কল্যাণ কেন্দ্রের অ্যাম্বুলেন্স চালক রফিকুল ইসলামের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/৪২০/৪৬৭ /৪৬৮/৪৭১ ধারায় ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় এই চার্জশিট অনুমোদন করা হয়।
এই মামলায় তদন্তকারী কর্মকর্তা ছিলেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়, ফরিদপুর এর উপপরিচালক মো. জাহিদ হোসেন।
বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২১
এসএমএকে/এমজেএফ