ঢাকা: বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) যে সার্কেল অফিস থেকে মোটরযান রেজিস্ট্রেশন করা হয়েছে সেই সার্কেল অফিসের পাশাপাশি এখন থেকে যে কোনো সার্কেল অফিস (মেট্রো ও জেলা) থেকে মোটরযান মালিক ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেটের বায়োমেট্রিক (ছবি, আঙ্গুলের ছাপ, স্বাক্ষর) প্রদান করতে পারবেন।
সেবা প্রক্রিয়া সহজীকরণে ব্যক্তিগত যানবাহনের ক্ষেত্রে এই সুযোগ দিয়ে নির্দেশনা জারি করা হয়েছে বলে বিআরটিএ’র কর্মকর্তারা জানিয়েছেন।
শুক্রবার (২৯ অক্টোবর) বিআরটিএ কর্তৃপক্ষ জানায়, বিআরটিএ'র যে সার্কেল অফিস থেকে মোটরযানের রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন হয় সে সার্কেল অফিসে এসে ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট (ডিআরসি) প্রস্তুতের জন্য মোটরযান মালিকের (ব্যক্তিগত মোটরযানের) বায়োমেট্রিক (ছবি, আঙ্গুলের ছাপ, স্বাক্ষর) প্রদান করতে হয়।
‘সেবা প্রক্রিয়া সহজিকরণের অংশ হিসেবে, বিআরটিএ'র যে সার্কেল অফিস থেকে মোটরযান রেজিস্ট্রেশন করা হয়েছে সেই সার্কেল অফিসের পাশাপাশি এখন থেকে বিআরটিএ'র যেকোনো সার্কেল অফিস (মেট্রো ও জেলা) থেকে মোটরযান মালিক তাঁর ইচ্ছা অনুযায়ী ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেটের বায়োমেট্রিক (ছবি, আঙ্গুলের ছাপ, স্বাক্ষর) প্রদান করতে পারবেন। ’
উদাহরণস্বরূপ, মোটরযান মালিক বিআরটিএ ঢাকা মেট্রো-১ সার্কেল, মিরপুর-১৩, ঢাকা অফিস থেকে তার মোটরযানটি রেজিস্ট্রেশন করেছেন। ইতোপূর্বে, উক্ত মোটরযান মালিককে বাধ্যতামূলকভাবে বিআরটিএ ঢাকা মেট্রো-১ সার্কেল, মিরপুর-১৩ অফিসে এসে ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেটের জন্য বায়োমেট্রিক (ছবি, আঙ্গুলের ছাপ, স্বাক্ষর) প্রদান করতে হতো।
‘বর্তমানে মোটরযান মালিক ইচ্ছা করলে তার সুবিধা অনুযায়ী বিআরটিএ'র অন্য যেকোনো সার্কেল অফিস (মেট্রো ও জেলা) থেকে মোটরযানের ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেটের জন্য বায়োমেট্রিক (ছবি, আঙ্গুলের ছাপ, স্বাক্ষর) প্রদান করতে পারবেন। ’
বাংলাদেশ সময়: ২৩৩২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২১
এমআইএইচ/এনএইচআর