ঢাকা: বিদেশে পাচার হতে যাওয়া ২৩ জন তরুনীকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ৪। এসময় নারীপাচার চক্রের অন্যতম হোতাসহ ১১ জনকে আটক করা হয়েছে।
শুক্রবার (২৯ অক্টোবর) রাতে রাজধানীর মিরপুর, উত্তরা ও তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে ভুক্তভোগী তরুনীদের উদ্ধারসহ পাচারকারী চক্রের সদস্যদের আটক করা হয়। তবে প্রাথমিকভাবে আটকদের বিস্তারিত নাম-পরিচয় পাওয়া যায়নি।
জানা যায়, উদ্ধার ২৩ তরুণী ভারত ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাচার হচ্ছিলেন।
র্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিরিচালক আ ন ম ইমরান খান জানান, বিদেশে পাচার হতে যাওয়া ২৩ জন নারীকে উদ্ধার করা হয়েছে। ভুক্তভোগীদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া এবং আসামিদের আটকের বিষয়ে শনিবার (৩০ অক্টোবর) দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
বাংলাদেশ সময়: ০১০৬ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২১
পিএম/এনএইচআর