মানিকগঞ্জ: মানিকগঞ্জ-হেমায়েতপুর আঞ্চলিক সড়কের মিতরা এলাকায় ফরিদপুরগামী একটি অ্যাম্বুলেন্স উল্টে খাদে পড়ে মামা-ভাগনের মৃত্যু হয়েছে।
শনিবার (৩০ অক্টোবর) ভোরের দিকে মিতরা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে বলে নিশ্চিত করেছেন মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের ডিউটি ম্যান ইমরান শিকদার।
তিনি বলেন, দুর্ঘটনার সময় অ্যাম্বুলেন্স চালক ও তার সহযোগীসহ মোট সাতজন যাত্রী ছিল। এদের মধ্যে পাঁচজন বেড়িয়ে আসতে পারলেও পেছনের সিটে থাকা দুই যাত্রী গাড়ির ভেতরে আটকা পড়ে খাদের পানিতে ডুবে মারা যায়। তাদের মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৮৫৭ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২১
কেএআর