রংপুর: পুলিশের কনস্টেবল পদে নিয়োগের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের স্বাক্ষর জাল করে রংপুর পুলিশ সুপারের কার্যালয়ে ডিও লেটার দেওয়ার অভিযোগে এক পুলিশ সদস্যসহ চারজনকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ। বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের বিরুদ্ধে রংপুর কোতোয়ালি থানায় একটি মামলা করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন রংপুরের সদর উপজেলার মহেশপুর গ্রামের জিয়াউর রহমানের ছেলে জুয়েল রানা (২৮) ও নয়া মিয়ার ছেলে আল-আমিন (১৯), মিঠাপুকুর উপজেলার রূপসী গাছুয়াপাড়া গ্রামের সাইদুল হকের ছেলে মোসাদ্দেক হোসেন ও গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ফুলবাড়ী গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে পুলিশ সদস্য মাসুদার রহমান মাসুদ।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রংপুরে পুলিশের কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। এতে নিয়োগে সহযোগিতাসহ চাকরি পাওয়ার নিশ্চয়তার প্রলোভন দেখিয়ে রংপুরে একটি প্রতারকচক্র গড়ে উঠেছে।
ডিও লেটার পেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীসহ পুলিশপ্রধানের সঙ্গে কথা বলেন রংপুরের পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার।
এরপর জেলা গোয়েন্দা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম পলাশের নেতৃত্বে একটি দল অনুসন্ধানে নামে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রংপুর মেট্রোপলিটন পুলিশের কনস্টেবল মাসুদার রহমান মাসুদ ও জুয়েল রানাকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মোবাইল ফোন, স্বরাষ্ট্রমন্ত্রীর স্বাক্ষর জাল করা ডিও লেটারসহ ভুয়া কাগজপত্র ও ছবি জব্দ করে পুলিশ।
কোতোয়ালি থানার ওসি আব্দুর রশীদ বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর স্বাক্ষর জাল করে ভুয়া ডিও লেটার দেওয়ার ঘটনাটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। এ ঘটনায় গ্রেফতার চারজনসহ অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
বাংলাদেশ সময়: ০৯৫১ ঘণ্টা, অক্টোবর ৩০,২০২১
এসআইএস