ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডারে ইসলামী ব্যাংকের ২ লাখ কম্বল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২১
প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডারে ইসলামী ব্যাংকের ২ লাখ কম্বল ...

ঢাকা: দেশের দুস্থ ও শীতার্তদের জন্য ইসলামী ব্যাংক প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডারে ২ লাখ কম্বল দিয়েছে।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস ইসলামী ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মো. নাজমুল হাসান এবং ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলার কাছ থেকে কম্বল বুঝে নেন ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় ভার্চুয়াল প্লাটফর্মে সংযুক্ত ছিলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।