ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২১
গাজীপুরে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার তুহিন ও পারভীন

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের সালনা এলাকায় অভিযান চালিয়ে ৭৮০০পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
শনিবার (৩০ অক্টোবর) গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে, শুক্রবার (২৯ অক্টোবর) রাতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- নড়াইলের লোহাগড়া থানার মৌলভী ধানারই এলাকার বায়োজিদ হোসেন তুহিন (৪২) এবং তার স্ত্রী পারভীন আক্তার (২৩)।

ওসি রফিকুল ইসলাম জানান, সালনা এলাকার গিয়াস উদ্দিনের বাড়িতে ভাড়া থাকতেন ওই দম্পতি। তাদের ফ্লাটে ইয়াবা বিক্রি করা হচ্ছে এমন খবর পেয়ে সেখানে অভিযান চালায় মহানগর গোয়েন্দা পুলিশ। পরে আলমারীর ভেতরে পলিথিন ব্যাগে ৭৮০০ পিস ইয়াবা পাওয়া য়ায়। যার আনুমানিক মূল্য ২৩ লাখ ৪০ হাজার টাকা। তাদের গ্রেফতার করে গাজীপুর সদর থানায় সোপর্দ করা হয়েছে।

তিনি জানান, এ ঘটনায় মহানগর গোয়েন্দা পুলিশের (দক্ষিণ) এসআই মো. আবুল হাসান বাদী হয়ে গাজীপুর সদর থানায় মামলা করেছেন। আজ (শনিবার) তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গ্রেফতারদের মধ্যে তুহিনের নামে (২০১৮ সাল) ঢাকার উত্তরা ও ভাটারা থানা এবং জয়দেবপুর থানায় (২০১৭ সাল) মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।

পারভীনের বিরুদ্ধে (২০১৩ সাল) কিশোরগঞ্জের কুলিয়ারচর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১২৫২, অক্টোবর ৩০, ২০২১।  
আরএস/জেডএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।