ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ক্যাবল অপারেটরের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৮ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২১
কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ক্যাবল অপারেটরের মৃত্যু ছবি: বাংলানিউজ

কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখালীতে বৈদ্যুতিক খুঁটিতে ইন্টারনেটের তার বাঁধতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সবুজ আলী (৩০) নামে এক ক্যাবল অপারেটরের মৃত্যু হয়েছে।

শনিবার (৩০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আলাউদ্দিন মোড়ে এ ঘটনা ঘটে।

সবুজ ওই উপজেলার পশ্চিম লাহিনি পাড়ার গোসাই ডাঙ্গার জালাল উদ্দিনের একমাত্র ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ইন্টারনেটের লাইন টানার জন্য আলাউদ্দিন মোড়ে বৈদ্যুতিক খুঁটির নিচে কাজ করছিলেন সবুজ। এ সময় বৈদ্যুতিক খুঁটিতে তার বাঁধতে গেলে হঠাৎ শর্ট সার্কিট থেকে সবুজের শরীরে আগুন ধরে যায়। এ সময় তিনি বৈদ্যুতিক তারে ঝুলে ছিলেন।

পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে।

সবুজের চাচাতো ভাই মোল্লা বাংলানিউজকে জানান, সবুজ কুষ্টিয়ার কেসি টিভি অফিসে কাজ করতেন। সেখান থেকেই তিনি ইন্টারনেটের তার বাঁধতে কুমারখালী যান।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।