বরগুনা: ‘আমরা দেশে সন্ত্রাস, জঙ্গিবাদ নিয়ন্ত্রণ করতে পেরেছি। মাদকের বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছি।
শনিবার (৩০ অক্টোবর) বরগুনায় কমিউনিটি পুলিশিং ডে-২০২১ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এসব কথা বলেন।
‘মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি’ প্রতিপাদ্যে এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত বরগুনা পুলিশ লাইন্সে দিবসটি উদযাপিত হয়।
পুলিশ সুপার মুহাম্মদ জাহাঙ্গীর মল্লিক সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হাবিবুর রহমান, সিভিল সার্জন ডা. মারিয়া হাসান, বরগুনা পৌর মেয়র অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম তারিকুল ইসলাম, আমতলী পৌর মেয়র মতিউর রহমান ও সাংবাদিক নেতা সোহেল হাফিজ।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেহেদী হাছানের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২১
এনএসআর