পটুয়াখালী: পটুয়াখালী সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় পটুয়াখালী সরকারি কলেজের সামনের সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে পটুয়াখালী সরকারি কলেজের বেসরকারি কর্মচারী ইউনিয়ন।
এ সময় বক্তব্য দেন আন্দোলন কমিটির প্রধান উপদেষ্টা মো. শাহ আলম, আন্দোলন কমিটির সভাপতি আবদুল গনি খান, আন্দোলন কমিটির উপদেষ্টা আবদুস সালাম, আন্দোলন কমিটির সদস্য জাকির সিকদার প্রমুখ।
এসময় সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি নিয়মিত ও রাজস্বখাতে স্থানন্তর করা। চাকরি নিয়মিত করনের পূর্ব পর্যন্ত সরকারি স্কেল অনুযায়ী বেতন ভাতাদি দেওয়ার দাবি জানান বক্তারা।
বাংরাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২১
এনটি