গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় এলাকাবাসীর হাতে আটক পুলিশের সহকারী উপ-পরিদর্শককে (এএসআই) তোফাজ্জল হোসেনকে (৩৮) পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।
শনিবার (৩০ অক্টোবর) দুপুরে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহিল জামান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
এ সময় তিনি বলেন, অভিযুক্ত এএসআই তোফাজ্জল হোসেনকে গাইবান্ধা পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়। তার বিষয়ে তদন্ত চলছে। দোষী প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে, শুক্রবার (২৯ অক্টোবর) দিনগত রাত পৌনে ১১টার দিকে সুন্দরগঞ্জের ধর্মপুর (ছড়ারপাতা) গ্রামে এ ঘটনা ঘটে।
পরে দিনগত রাত পৌনে ২টার দিকে অভিযুক্ত তোফাজ্জলকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় আনা হয় বলে বাংলানিউজকে জানান সুন্দরগঞ্জ থানার দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম
এএসআই তোফাজ্জল উপজেলার কঞ্চিবাড়ী পুলিশ তদন্তকেন্দ্রে কর্মরত।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১০টার দিকে ছড়ারপাতা গ্রামে সৌদি প্রবাসীর বাড়িতে আসেন এএসআই তোফাজ্জল। কিছু সময় পর ওই প্রবাসীর স্ত্রীর সঙ্গে তাকে গোয়ালঘরে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন তারা। এ সময় তোফাজ্জলকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়।
স্থানীয়দের দাবি, ওই নারীর স্বামীর সঙ্গে তার ভাইয়ের জমি নিয়ে বিরোধ ছিল। এ ব্যাপারে ওই নারী থানায় মামলা করেন। মামলার তদন্তে ওই গৃহবধূর বাড়িতে আসা-যাওয়ার একপর্যায়ে তাদের মধ্যে সখ্যতা গড়ে ওঠে।
** গোয়ালঘরে প্রবাসীর স্ত্রীর সঙ্গে এএসআই, ধরলো এলাকাবাসী
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২১
এসআরএস