বরিশাল: ‘মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি’ এই স্লোগানকে সামনে রেখে নানা কর্মসূচির মধ্য দিয়ে বরিশালে পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে।
শনিবার (৩০ অক্টোবর) সকাল সোয়া ১০টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের আয়োজনে এক র্যালির মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়।
কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে নগরীর প্লানেট শিশুপার্কের সামনে থেকে একটি বর্নাঢ্য র্যালি বের হয়ে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। সেখানে পতাকা উত্তোলন, পায়রা ও ফেস্টুন উড়ানোর পর একাডেমি মিলনায়তনে কমিউনিটি সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শাহাবুদ্দিন খানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ছাদেকুল আরেফিন।
সভায় পুলিশ কমিশনার বলেন, পুলিশ সমাজে অপরাধ দমনে ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে বরিশালসহ সারা দেশে বিশেষ ভূমিকা রেখে চলছে। আমাদের যে সামাজিক ও ধর্মীয় সম্প্রতি আছে এটি আমরা দৃঢ়ভাবে বজায় রাখবো এবং পুলিশে জনসেবা আরও বৃদ্ধি করবো। জনগণ ও পুলিশ নিয়ে আমাদের বন্ধন। এ বন্ধন দেশে অপরাধ দমন করবে। একমাত্র জনগণ ও পুলিশের বন্ধন পারে দেশের আইন-শৃঙ্খলা বজায় রাখতে।
এ সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২১
এমএস/এমআরএ