ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

নওগাঁয় নৌকা প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২১
নওগাঁয় নৌকা প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

নওগাঁ: নওগাঁ সদর উপজেলার তিলকপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সরকার দলীয় প্রার্থী ও তার কর্মী-সমর্থকদের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন দুই প্রার্থী।

শনিবার (৩০ অক্টোবর) দুপুরে জেলা প্রেসক্লাব মিলনায়তনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুল মজিদ ও ইউপি সদস্য প্রার্থী ইয়াছিন আলী এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে তারা বলেন, আসন্ন ইউপি নির্বাচনে জনগণের ইচ্ছায় আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি। কিন্তু সরকার দলীয় নৌকা সমর্থিত প্রার্থী রেজাউল করিম তার সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাদের পোস্টার, ব্যানার ছিঁড়ে ফেলছে। ভাঙচুর করেছে নির্বাচনী অফিস। এছাড়াও আমাদের কর্মী-সমর্থকদের নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে, যা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন।

তারা আরও বলেন, এ বিষয়ে রির্টানিং অফিসার বরাবর অভিযোগ করেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। সংবাদ সম্মেলনে সরকার ও নির্বাচন কমিশনারসহ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তারা।

এ সময় দুই প্রার্থীর সমর্থক ওবায়দুর রহমান, নূরে আলম মিঠু, আবদুল কাদের কিবরিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২১
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।