নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার সাইনবোর্ডে জসিম (৩৫) ও স্বপন মিয়া (২৪) নামে দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ১১। এসময় তাদের থেকে ৭ কেজি ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
শনিবার (৩০ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব ১১ এর মিডিয়া অফিসার লে. কমান্ডার মাহমুদুল হাসান।
এতে বরা হয়, ২৯ অক্টোবর ওই অভিযান চালানো হয়।
র্যাব জানায়, প্রাথমিক অনুসন্ধানে জানা যায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত আসামিরা দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ, কুমিল্লা এবং ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ক্রয় বিক্রয় করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সাইনর্বোডর উত্তর পাশে ঢাকা হতে চট্টগ্রামগামী মহাসড়কের গ্রীন লাইন (প্রাঃ) লিমিটেডের বাস কাউন্টার এলাকায় উপস্থিত হয়। তবে র্যাবের উপস্থিতি বুঝতে পেরে ওই ২ ব্যবসায়ী তাদের হাতে থাকা একটি প্লাষ্টিকের ব্যাগ হাতে নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে র্যাব সদস্যরা তাদেরকে ধরে ফেলে হয়। তাদের আটকের পরে র্যাব সদস্যদের দেখে পালানোর কারণ জিজ্ঞাসা করলে সন্তোষজনক উত্তর না পাওয়ায় তল্লাশী করা হয়। এসময় তাদের হাতে থাকা প্লাষ্টিকের ব্যাগ থেকে গাঁজা পাওয়া যায়।
বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২১
এনএইচআর