ঢাকা, সোমবার, ২৪ আষাঢ় ১৪৩১, ০৮ জুলাই ২০২৪, ০০ মহররম ১৪৪৬

জাতীয়

ভটভটির ধাক্কায় প্রাণ গেলো কলেজছাত্রের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২১
ভটভটির ধাক্কায় প্রাণ গেলো কলেজছাত্রের

রাজশাহী: রাজশাহীর দুর্গাপুর উপজেলায় ভটভটির ধাক্কায় হাফিজুর রহমান নামে (২২) এক কলেজছাত্র নিহত হয়েছেন।

শনিবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার ক্ষিদ্রকাশিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাফিজুর দুর্গাপুর পৌর এলাকার শালঘরিয়া মধ্যপাড়া গ্রামে বাছের আলীর ছেলে ও রাজশাহী কলেজের অনার্সের শিক্ষার্থী ছিলেন।

রাজশাহীর দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসমত আলী বাংলানিউজকে বলেন, হাফিজুর রাজশাহী কলেজের ছাত্র ছিলেন। তিনি উপজেলার আলীপুর বাজার থেকে মোটরসাইকেলে বাড়ির উদ্দেশে রওয়ানা দেন। ক্ষিদ্রকাশিপুর এলাকায় পৌঁছালে দুর্গাপুর থেকে ছেড়ে আসা মুরগির খাদ্য (ফিড) বোঝাই একটি ভটভটি তাকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে রাস্তার ওপর ছিটকে পড়েন হাফিজুর। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

তিনি বলেন, দুর্ঘটনার পর স্থানীয়রা ভটভটি চালক রমজান আলীকে আটক করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে রমজান আলীকে তারা পুলিশের কাছে সোপর্দ করে। এ দুর্ঘটনায় হাফিজুরের  মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গেছে। মোটরসাইকেলটি ঘটনাস্থল থেকে থানায় আনা হয়েছে। এছাড়া হাফিজুরের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হবে।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২১
এসএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।