ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

শ্রীমঙ্গলে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২১
শ্রীমঙ্গলে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সম্প্রীতি সমাবেশে বক্তব্য রাখছেন স্থানীয় এমপি। ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: ‘সম্প্রীতির বাংলাদেশ, আমাদের অঙ্গীকার’-এই প্রতিপাদ্য বিষয়কে কেন্দ্র করে শ্রীমঙ্গলে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  

শনিবার (৩০ অক্টোবর) দুপুরে শহরের স্টেশন রোডের পেট্রোল পাম্প চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সদস্য সদস্য (মৌলভীবাজার-৪) ও সাবেক হুইপ ড. আব্দুস শহীদ এমপি ধর্মীয় সম্প্রীতি বজায় রাখায় ধর্মীয় নেতাদের প্রশংসা করেন।  

তিনি বলেন, ‘দেশের কিছু এলাকায় সাম্প্রদায়িক হামলার ঘটনা হলেও শ্রীমঙ্গল উপজেলার মানুষ ধর্মীয় সম্প্রীতি বজায় রেখেছে। শ্রীমঙ্গল ধর্মীয় সম্প্রীতির শহর, এখানে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই। এ উপজেলার মানুষ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। ’

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইমলাম এবং সঞ্চালনা করেন প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার। সভায় বক্তব্য রাখেন- শেখবাড়ি মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. সাদ আহমদ আমিন, সিরাজনগর ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা শেখ শিব্বির আহমেদ, শহর জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুস নিজামী, উপজেলা ওলামা পরিষদের সভাপতি মাওলানা সোহাইল আহমদ, পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি ডা. হরিপদ রায়, বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় নেত্রী ইপা বড়ুয়া, শ্রীমঙ্গল ক্যাথলিক চার্চের ফাদার নিকোলাস বাড়ই, শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান ভানু লাল রায়, সিনিয়র এএসপি সহিদুল হক মুন্সি, শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ মো. শামীম অর রশীদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব বেভুল, সম্পাদক শহীদ হোসেন ইকবাল প্রমুখ।

এছাড়াও সমাবেশে বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২১
বিবিবি/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।