ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরকারি বই বিক্রির অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২১
প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরকারি বই বিক্রির অভিযোগ

কুড়িগ্রাম: কুড়িগ্রামের রৌমারী উপজেলায় বিভিন্ন শ্রেণির এক হাজার ৬০০ কেজি সরকারি বই বিক্রির অভিযোগ উঠেছে চরশৌলমারী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের গত প্রায় আট বছরে জমা হওয়া এক হাজার ৬০০ কেজি পুরাতন ও নতুন সরকারি পাঠ্যবইগুলো স্থানীয় এক ব্যবসায়ীর দোকানে বিক্রি করেছেন প্রধান শিক্ষক মিজানুর রহমান।

গত ২০ অক্টোবর রাতের আঁধারে চর শৌলমারী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক স্তরের ২০১৩ সাল থেকে ২০২১ সালের এক হাজার ৬০০ কেজি সরকারি বই ১৩ টাকা কেজি দরে চরশৌলমারী বাজারের আবুল কাসেম শিকদার নামের এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেন তিনি।

বই ক্রয়কারী ব্যবসায়ী আবুল কাশেম শিকদার জানান, বইখাতাসহ এলাকায় বিভিন্ন ভাঙারি মালামাল আমি ক্রয় করে থাকি। কয়েকদিন আগে চর শৌলমারী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাকে ডেকে নিয়ে তার স্কুলের বইগুলো বিক্রি করেন।

এ বিষয়ে প্রধান শিক্ষক মিজানুর রহমান বাংলানিউজকে বলেন, বিদ্যালয়ের টয়লেটে পুরাতন বইগুলো রাখা হয়েছিল। টয়লেট ব্যবহারের জন্য বইগুলো রাখার অন্য জায়গা না থাকায় উপজেলা মাধ্যমিক  শিক্ষা কর্মকর্তা স্যারকে বিষয়টি জানিয়ে বইগুলো বিক্রি করে দিয়েছি।

রৌমারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, সরকারি বই বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। একাডেমিক সুপারভাইজারের নেতৃত্বে তদন্ত কমিটির প্রতিবেদনে বই বিক্রির সত্যতা পাওয়া গেছে। তদন্ত প্রতিবেদন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে জমা দেওয়া হয়েছে। তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল ইমরান তদন্ত প্রতিবেদন পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে তদন্ত প্রতিবেদন নিয়ে আলোচনা করে বিধি মোতাবেক আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২১
এফইএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।