বগুড়া: বগুড়ার ধুনট উপজেলায় বাঁশবাগানের ভেতর থেকে এক বুদ্ধি প্রতিবন্ধী মা ও তার নবজাতক ছেলেকে উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৩০ অক্টোবর) সকালে উপজেলা সদরের বথুয়াবাড়ি গ্রামের একটি বাঁশবাগান থেকে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বথুয়াবাড়ি গ্রামের আব্দুর রশিদ নামে এক কৃষকের বাড়ির পাশের একটি বাঁশবাগানের ভেতর চারদিন আগে আশ্রয় নেন পরিচয়হীন বুদ্ধি প্রতিবন্ধী অন্তঃসত্ত্বা এক নারী। তিনি নিজের নাম মর্জিনা বলতে পারলেও আর কোনো পরিচয় দিতে পারেন নি। এ অবস্থায় শনিবার ভোর ৪টার দিকে বাঁশবাগানের ভেতর ফুটফুটে পুত্রসন্তানের জন্ম দেন মর্জিনা। স্থানীয় অনেকে নবজাতককে দত্তক নেওয়ার আগ্রহ প্রকাশ করলেও মা তার সন্তানকে দিতে রাজি হননি। সংবাদ পেয়ে মা ও নবজাতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে পুলিশ।
ধুনট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসানুল হাছিব জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রেখে মা ও তার সন্তানকে চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে তারা সুস্থ রয়েছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, উদ্ধার করা মা ও তার সন্তানের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। তবে পরিচয় পাওয়া না গেলে বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২১
কেইউএ/এমআরএ