কক্সবাজার: রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আরও দুই রোহিঙ্গাকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
শনিবার (৩০ অক্টোবর) বিকেলে উখিয়ার ৪ নম্বর রাজাপালং ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের লম্বাশিয়া রোহিঙ্গা শিবির এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন—১ নম্বর ক্যাম্পের ডি/৯ ব্লকের ছাব্বির আহম্মদের ছেলে আবুল কালাম ওরফে আবু (৩৪) ও একই এলাকার সৈয়দ আনোয়ারের ছেলে মো. নাজিম উদ্দিন (৩৫)।
১৪ এপিবিএনে অধিনায়ক মোহাম্মদ নাইমুল হক বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে লম্বাশিয়া ক্যাম্পের মোচরা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। এরা দুজনই রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যাকাণ্ডে জড়িত বলে আমরা প্রাথমিকভাবে জেনেছি।
তিনি বলেন, মুহিবুল্লাহ হত্যাকাণ্ডে এ পর্যন্ত ১৬ জন রোহিঙ্গাকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে আদালতে দুজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
গত ২৯ সেপ্টেম্বর রাতে উখিয়ার শরণার্থী শিবিরে নিজ কার্যালয়ে অজ্ঞাত বন্দুকধারীদের হাতে খুন হন আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের (এআরএসপিএইচ) চেয়ারম্যান মুহিবুল্লাহ।
আরও পড়ুন:
মুহিবুল্লাহ: কিলিং স্কোয়াডের আজিজুলসহ গ্রেফতার ৪
দুই মিনিটেই শেষ মুহিবুল্লাহ হত্যা মিশন!
বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২১
এসবি/এমজেএফ