ঢাকা: রাজধানীর কাফরুল থানার ইব্রাহিমপুরে জমে থাকা গ্যাসের কারণে সুয়ারেজ লাইন বিস্ফোরণ হয়। এতে দুইজন পথচারী আহত হয়েছে।
শনিবার (৩০ অক্টোবর) রাত ৯টার দিকে কাফরুল ইব্রাহিমপুর ৯১৬ নম্বর বাসার সামনে একটি সুয়ারেজ লাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে শুভ ও শাকিল নামে দুই বন্ধু আহত হয়েছে।
মিরপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ শাহাবুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে দুইটি ইউনিট পাঠানো হয়েছিল। তবে কোনো অগ্নিকান্ডের ঘটনা ঘটেনি।
তিনি জানান, সুয়ারেজের ভিতরে তিতাস গ্যাসের লাইন লিগ ছিল। জমে থাকা গ্যাসের কারণে এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পরপরই সুয়ারেজ লাইন ঢাকনা প্রায় ২০ হাত দূরে গিয়ে পড়ে এবং আশেপাশের রাস্তা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। এই বিস্ফোরণের কারণে রাস্তার নিক্ষিপ্ত পাথর দ্বারা দুইজন আহত হয়েছে। তবে গুরুতর নয়। একজনকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
মোঃ শাহাবুদ্দিন আরও জানান, বিস্ফোরণের কিছুক্ষণ পরে সেখানে তিতাসের লোকজন এসে কাজ শুরু করেছে।
বাংলাদেশ সময়ঃ ০০১০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২১
এজেডএস/এনএটি