ঢাকা: রাজধানী খিলক্ষেত এলাকার একটি বাসায় ৯ বছর বয়সী এক শিশু গৃহর্কমীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত গৃহকর্তা মিঠুকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৩০ অক্টোবর) দুপুরে ভুক্তভোগী শিশু গৃহকর্মীর মা পাবনার সাঁথিয়া থেকে ঢাকার আসেন। ভুক্তভোগীর মা বাদী হয়ে রাজধানীর খিলক্ষেত থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে লিখিত অভিযোগ করেন।
শনিবার বিকালেই অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্ত মিঠুকে গ্রেফতার করে পুলিশ।
বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির আহমেদ।
তিনি জানান, ভুক্তভোগী শিশুটির মায়ের লিখিত অভিযোগের প্রেক্ষিতে মিঠুকে গ্রেফতার করা হয়। তবে তার স্ত্রী এখনও পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
মামলার এজাহারে বলা হয়, সংসারের অভাব দূর না হওয়ায় বাধ্য হয়ে শিশু মেয়ে মরিয়মকে সাঁথিয়া উপজেলার রায়েকমারী গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মিঠুর ঢাকার বাসায় গৃহপরিচারিকার কাজে পাঠান। তবে কিছুদিন পর থেকেই মিঠুর স্ত্রী শাপলা খাতুনের নির্যাতন শুরু হয় শিশুটির ওপর। তিনি তাকে মারধর ও গরম খুনতির ছ্যাঁকা দিতেন এবং কান্নার শব্দ যেন বাইরে না যায়, সে জন্য শিশুটির মুখে গামছা ভরে দিতেন।
অভিযোগে আরও জানা যায়, শুক্রবার (২৯ অক্টোবর) শিশুটিকে বেধড়ক মারধর ও শারীরিকভাবে নির্যাতন করেন মিঠু ও তার স্ত্রী শাপলা। এরপর মিঠু তার মায়ের মাধ্যমে শিশুটিকে সাঁথিয়ায় তার গ্রামের বাড়িতে পৌঁছে দেন। বিষয়টি সে তার মাকে জানালে তারা সাথিয়া থেকে ঢাকায় এসে খিলক্ষেত থানায় একটি মামলা দায়ের করেন।
থানা পুলিশ সূত্র জানায়, শিশুটির দুই হাত, পিঠ ও মুখে নির্যাতনের চিহ্ন রয়েছে।
বাংলাদেশ সময়ঃ ০০৫৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২১
এসজেএ/এনএটি