ঢাকা: রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩১৭টি অবৈধ ওয়াকিটকি সেটসহ ৫ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ১০।
শনিবার (৩০ অক্টোবর) রাতে একাধিক অভিযানে তাদেরকে আটক করা হয়।
তবে প্রাথমিকভাবে আটকদের বিস্তারিত নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।
র্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান জানান, রাজধানীর সায়েদাবাদ, মনিপুরী পাড়া, রাজারবাগ ও শেওড়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩১৭টি অবৈধ ওয়াকিটকি ওয়্যারলেস সেটসহ ৫ জনকে আটক করা হয়েছে।
রোববার (৩১ অক্টোবর) দুপুরে রাজধানীর কারওয়ানবাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ০৮১৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২১
পিএম/এনএইচআর