রাজশাহী: রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গেল ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে বা উপসর্গে কারও মৃত্যু হয়নি।
শনিবার (৩০ অক্টোবর) সকাল ৮টা থেকে রোববার (৩১ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত করোনা ইউনিটে কারও মৃত্যু হয়নি।
এর আগে চার মাস পর গত ২৫ অক্টোবর প্রথম করোনায় মৃত্যু ছিল রামেক হাসপাতাল।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, করোনা ইউনিটে চলতি মাসে ৯৯ জনের মৃত্যু হয়েছে। তবে সর্বশেষ ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি।
এর আগে সেপ্টেম্বর মাসে রামেক হাসপাতালে করোনা ও উপসর্গে ১৬৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আগস্টে ৩৬৪ জন, জুনে ৪০৫ জন এবং জুলাই মাসে সর্বোচ্চ ৫৩১ জনের মৃত্যু হয়েছিল।
এদিকে গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩ জন। আজ সকাল ৮টা পর্যন্ত ১৯২টি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে ৫২ জন রোগী ভর্তি ছিলেন।
শনিবার (৩০ অক্টোবর) রাজশাহী জেলার মোট ২৭৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ১১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একদিনে নমুনা পরীক্ষার বিপরীতে রাজশাহী জেলায় করোনা সংক্রমণের হার ৩ দশমিক ৪৩ শতাংশে নেমে এসেছে।
বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২১
এসএস/এনএইচআর